Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং
বিস্তারিত

১ ডিসেম্বর ২০১৯
==========
"পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৭-১২ ডিসেম্বর ২০১৯ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে জেলা এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য্য, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, কক্সবাজার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), কক্সবাজার মহোদয়।
সভায় জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের অফিস প্রধানগণ, অসরকারি সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে সেবা সপ্তাহ উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন সভাপতি মহোদয়। সেবা সপ্তাহের প্রতিপাদ্য ও এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বেগম হামিদা তাহের, কক্সবাজার টিবি ক্লিনিকের কনসালটেন্ট ডা: মহিউদ্দিন মো: আলমগীর, ডা: মোহাম্মদ রকিব উল্লাহ্, ডিস্ট্রক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি)।
প্রধান অতিথি মহোদয় সেবা সপ্তাহের সাফল্য কামনা করেন এবং আন্তরিকতার সহিত কাজের মাধ্যমে প্রক্ষেপণ অর্জনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সেবা সপ্তাহ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সভাপতি মহোদয় সেবা সপ্তাহের প্রচার-প্রসারে সাংবাদিক বন্ধুগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ছেরাজ আহমদ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
01/12/2019
আর্কাইভ তারিখ
21/02/2020